ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটির নিহতের তালিকায় রয়েছে খুশবুর নাম। তার পুরো নাম খুশবু রাজপুরোহিত। রাজস্থানের নববিবাহিত খুশবু লন্ডনে যাচ্ছিলেন স্বামীর সঙ্গে দেখা করতে।
খুশবুর বাড়ি রাজস্থান রাজ্যের বালোতারা জেলার আরাবা গ্রামে। গত জানুয়ারিতে মানফুল সিংয়ের সঙ্গে খুশবুর বিয়ে হয়। বিপুল লন্ডনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। বিয়ের পর এবার প্রথমবারের মতো... বিস্তারিত