লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পাসপোর্ট-টিকিটবিহীন ব্যক্তির কাণ্ড

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে গুরুতর নিরাপত্তা ত্রুটির ঘটনা ঘটেছে। কোনো টিকিট, বোর্ডিং পাস বা পাসপোর্ট ছাড়াই এক ব্যক্তি ব্রিটিশ এয়ারওয়েজের একটি আন্তর্জাতিক ফ্লাইটে উঠে পড়েন। গত ১৭ ডিসেম্বর দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে লন্ডন থেকে নরওয়ের রাজধানী অসলোগামী ব্রিটিশ এয়ারওয়েজের  ফ্লাইটে ওই ব্যক্তি নিরাপত্তা তল্লাশি এড়িয়ে বিমানে ওঠেন। প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর সূত্রে জানা যায়, তিনি অন্য যাত্রীদের পিছু নিয়ে নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করেন এবং ডিপারচার গেটেও নজরদারি এড়িয়ে যান। এভিয়েশন বিশেষজ্ঞরা ঘটনাটিকে ‘গুরুতর নিরাপত্তা ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছেন। বিমানের কেবিন ক্রুরা বিষয়টি বুঝতে পারেন তখনই, যখন দেখা যায় ফ্লাইটটি পূর্ণ এবং ওই ব্যক্তি বারবার অন্য যাত্রীদের নির্ধারিত আসনে বসার চেষ্টা করছেন। ব্রিটিশ এয়ারওয়েজের এয়ারবাস এ৩২০ উড়োজাহাজে ওঠার সময় ওই ব্যক্তি নিজেকে একটি পরিবারের সদস্য হিসেবে দেখিয়ে চূড়ান্ত পাসপোর্ট চেক পার হন বলে জানা গেছে। ফ্লাইটে থাকা যাত্রী মাইক লাকোর্তে জানান, পুরো ঘটনাটি তিনি সামনের সারি থেকে দেখেছেন। তার ভাষায়,

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পাসপোর্ট-টিকিটবিহীন ব্যক্তির কাণ্ড

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে গুরুতর নিরাপত্তা ত্রুটির ঘটনা ঘটেছে। কোনো টিকিট, বোর্ডিং পাস বা পাসপোর্ট ছাড়াই এক ব্যক্তি ব্রিটিশ এয়ারওয়েজের একটি আন্তর্জাতিক ফ্লাইটে উঠে পড়েন। গত ১৭ ডিসেম্বর দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে লন্ডন থেকে নরওয়ের রাজধানী অসলোগামী ব্রিটিশ এয়ারওয়েজের  ফ্লাইটে ওই ব্যক্তি নিরাপত্তা তল্লাশি এড়িয়ে বিমানে ওঠেন। প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর সূত্রে জানা যায়, তিনি অন্য যাত্রীদের পিছু নিয়ে নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করেন এবং ডিপারচার গেটেও নজরদারি এড়িয়ে যান।

এভিয়েশন বিশেষজ্ঞরা ঘটনাটিকে ‘গুরুতর নিরাপত্তা ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছেন। বিমানের কেবিন ক্রুরা বিষয়টি বুঝতে পারেন তখনই, যখন দেখা যায় ফ্লাইটটি পূর্ণ এবং ওই ব্যক্তি বারবার অন্য যাত্রীদের নির্ধারিত আসনে বসার চেষ্টা করছেন।

ব্রিটিশ এয়ারওয়েজের এয়ারবাস এ৩২০ উড়োজাহাজে ওঠার সময় ওই ব্যক্তি নিজেকে একটি পরিবারের সদস্য হিসেবে দেখিয়ে চূড়ান্ত পাসপোর্ট চেক পার হন বলে জানা গেছে।

ফ্লাইটে থাকা যাত্রী মাইক লাকোর্তে জানান, পুরো ঘটনাটি তিনি সামনের সারি থেকে দেখেছেন। তার ভাষায়, বিমানে জায়গা না পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি এদিক-ওদিক ঘোরাফেরা করছিলেন। পরে কেবিন ক্রুরা তার কাছে গেলে স্পষ্ট হয়, তার কাছে কোনো বোর্ডিং পাস বা কাগজপত্র নেই।

ঘটনার পর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, তিনি গেটে পৌঁছানোর আগেই ‘সম্পূর্ণ নিরাপত্তা স্ক্রিনিং’ পার করেছিলেন, যা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow