৫০০ উইকেটের অভিজাত ক্লাবে নাম লেখাতে সাকিব আল হাসানের দরকার ছিল এক উইকেট। সিপিএলে মোহাম্মদ রিজওয়ানকে আউট করে সাকিব ছুঁয়ে ফেলেন সেই মাইলফলক। পরবর্তীতে কাইল মায়ার্স ও নাভিন বিদাইসির আরও দুটি উইকেট নিয়েছেন সাকিব। তাতে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার ৫০০ রান ও ৫০০ উইকেটের ডাবলের রেকর্ডটা শুধু এখন তারই। এমন কীর্তি গড়ে দারুণ খুশি সাকিব আল হাসান।
সাকিব বাংলাদেশের প্রথম ও বিশ্বের পঞ্চম বোলার... বিস্তারিত