লরির ধাক্কায় উল্টে গেল ট্রেনের ইঞ্জিন

9 hours ago 2

চট্টগ্রামে একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয় পণ্যবোঝাই লরি। এ সময় একটি বগিসহ ট্রেনের ইঞ্জিন ও লরিটি রেললাইনের ওপর উল্টে পড়ে একজন নিহত হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম- শামসুল হাই (৬০)। তিনি চট্টগ্রাম নগরের পাহাড়তলির দিদার কলোনির বাসিন্দা। দুর্ঘটনাস্থল এলাকায় থাকা দোকানগুলোর নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।  

রেলওয়ে নিয়ন্ত্রণকক্ষের তথ্যমতে, চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে মালবাহী একটি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে সাগরিকা এলাকায় লরি হঠাৎ রেললাইনে উঠে গেলে সেটি সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন লাইনচ্যুত হয় এবং ঘটনাস্থলেই প্রহরী শামসুল হাই নিহত হন। 

পাহাড়তলি ও লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও বগি সরিয়ে নেওয়ার কাজ করছে। ট্রেনের বাকি বগিগুলো ফিরিয়ে আনা হয়েছে সিজিপিওয়াই স্টেশনে।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ঘটনাস্থলে গেট থাকলেও গেটম্যান ফেলেননি। তার অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে গেছেন।

চট্টগ্রাম রেলওয়ে নিয়ন্ত্রণকক্ষের ট্রেন কন্ট্রোলার আবুল কালাম কালবেলাকে বলেন, উদ্ধারকারী ট্রেন পৌনে ১২টার দিকে কাজ শুরু করেছে। কাজ শেষ হতে সন্ধ্যা হতে পারে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও বগি উদ্ধার করা হলে যাতায়াত ব্যবস্থা সচল হবে।

Read Entire Article