লস অ্যাঞ্জেলসে অগ্নিনির্বাপক বিমানে ড্রোনের হানা

2 hours ago 3

চারদিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। শত চেষ্টায়ও আগুন নেভাতে পারছেন না ফায়ারফাইটার কর্মীরা। স্মরণকালের ভয়াবহতম এ দাবানলে পুড়ে ছারখার হয়েছে মাইলের পর মাইল। এ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ঘটল বিপত্তিকর এক ঘটনা।

দাবানলে পুড়তে থাকা লস অ্যাঞ্জেলসের আকাশে অবৈধভাবে উড়তে দেখা গেল একটি ড্রোন। আর সেই ড্রোনই ঘটিয়েছে বড় দুর্ঘটনা। শুক্রবার (১০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন লস অ্যাঞ্জেলসের ফায়ার ফাইটার বাহিনীর প্রধান অ্যান্থনি ম্যারোন। খবর সিএনএন ও সিবিসির।

তিনি জানান, অবৈধ একটি ড্রোনের আঘাতে আগুন নেভানোর কাজে নিয়োজিত বাহিনীর অগ্নিনির্বাপক বিমান ছিদ্র হয়ে গেছে।

প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানবসৃষ্ট এই দুর্ভোগের কারণে এখন অকেজো হয়ে পড়েছে দমকল বাহিনীর ওই বিমান। এতে সেটিকে আপাতত বসিয়ে রাখা হয়েছে। সোমবারের আগে প্লেনটি কাজে লাগানো যাবে না বলেও জানিয়েছেন ম্যারোন।

গত ৭ জানুয়ারি লস অ্যাঞ্জেলসে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পর্যন্ত ৫টি স্থানে দাবানল সক্রিয় ছিল। তবে সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়েছে দুটি দাবানল। এই দুই দাবানলেই পুড়ে গেছে ৩৪ হাজার একর এলাকা। আর ধ্বংস হয়ে গেছে অন্তত ১০ হাজার স্থাপনা।

Read Entire Article