লস অ্যাঞ্জেলেস থেকে ডাক এসেছে নাঈমের

2 months ago 7

তরুণ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আবু নাঈমের বছর শুরু হয়েছিল দারুণ কিছু দিয়ে। ‘যুবরাজ শমসের’ হয়ে মঞ্চে উঠেছিলেন তিনি। তারপর যেন আর দম ফেলার সময় পাচ্ছেন না নাচের এই যুবরাজ। দায়িত্ব ক্রমশ বাড়ছে। আসতে শুরু করেছে স্বীকৃতিও। লস অ্যাঞ্জেলেস থেকে ডাক এসেছে তার। শিগগিরই সেখানে যাচ্ছেন সেরা কোরিওগ্রাফারের সম্মাননা নিতে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৯ ও ২০ জুলাই বসছে আনন্দমেলা। প্রতি বছর সেখানে এ আয়োজন করেন সেখানে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের মানুষ। ওই আয়োজনে এ বছর বেস্ট ডান্স কোরিওগ্রাফার হিসেবে সম্মাননা গ্রহণ করতে যাচ্ছেন আবু নাঈম। এ নিয়ে ভীষণ রোমাঞ্চিত এই তরুণ নৃত্যশিল্পী। তিনি বলেন, ‘শিল্পীর জন্য স্বীকৃতি খুব বড় একটা বিষয়। দর্শকসারি থেকে যখন মানুষ করতালি দেয়, সেটাও এক রকম স্বীকৃতি। আবার যখন সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেয় সেটাও ভালো লাগে। দর্শকের করতালি হৃদয়ে থেকে যায়, ক্রেস্টগুলো থাকে বাড়ির শেলফে। ভালোবাসা কত রকমের হয়!’

লস অ্যাঞ্জেলেসের আনন্দমেলায় এবার বসবে তারা হাট। সেখানে গিয়ে ইতিমধ্যে হাজির হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী পারশা ইভানা, ঢালিউড তারকা মাহিয়া মাহি, অভিনেতা জায়েদ খান, কণ্ঠশিল্পী কনা, প্রতীক হাসান, প্রীতম হাসান, নৃত্যশিল্পী মোফাসসল আলিফস আরও অনেকে। আনন্দমেলায় থাকবে তাদের চোখ ধাঁধানো পরিবেশনা। পাশাপাশি অনেককেই দেওয়া হবে সম্মাননা। তরুণ নৃত্য পরিচালক আবু নাঈম বলেন, ‌‘আমাকে যে তারা সম্মাননা দিচ্ছে, তাতে আমি ভীষণ আনন্দিত। অপেক্ষায় আছি কবে বিমানে উঠবো।’

২০১৭ সাল থেকে লস অ্যাঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায় আনন্দমেলা উৎসব আয়োজন করে আসছে। গত ৯ বছর ধরে নিয়মিত এই আয়োজন হয়ে আসছে। সেখানে যোগ দিতে প্রায় নিয়মিত যাচ্ছেন বাংলাদেশের শিল্পীরা। দুই দিনব্যাপী এবারের আনন্দমেলায় অতিথি হিসেবে লস অ্যাঞ্জেলেসের প্রশাসনিক কর্মকর্তাদের অনেকেই উপস্থিত থাকবেন।

আবু নাঈম শৈশব থেকে নাচ শেখেন। পরিচিতি পান চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’ সিজন-২ থেকে। নৃত্যনাট্য ‘তাসের দেশ’-এ রুইতন, ‘ভানুসিংহের পদাবলী’তে কৃষ্ণ, ‘ওয়াটারনেস’-এ রবীন্দ্রনাথের ছোটবেলার চরিত্রে দর্শকের সমাদর পেয়েছেন এই তরুণ। তাকে সর্বশেষ দেখা গেছে নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’-এ। দর্শকনন্দিত এই নাচনাটকে যুবরাজ শমসের চরিত্রে নৃত্যাভিনয় করেছেন তিনি। এ ছাড়া দেশ-বিদেশে বহু অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন নাঈম।

আরএমডি

Read Entire Article