যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার তীব্র হুমকি শেষ হয়েছে। তবে দমকল কর্মীরা এখনো বড় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। খবর সিএনএন।
বুধবার (১৫ জানুয়ারি) আগুনের গুরুতর পরিস্থিতি শেষ হলেও লস অ্যাঞ্জেলেসের দাবানলের সঙ্গে লড়াই করা দমকল কর্মীরা এখনও ‘চরম ঝুঁকি ও আগুনের বিস্তারের সম্ভাবনা’ মোকাবিলা করছেন। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস সতর্ক করে বলেছেন, আমরা এখনও বিপদমুক্ত নই।
দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া আরও অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্যালিসেডস ও ইটন দাবানল দুটি এখন সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও দূষণের প্রভাবে এ আগুন আরও ভয়াবহ আকার ধারণ করেছে।