লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটে নববর্ষ উদযাপন

3 months ago 54

আবুল হাসান মোল্লা, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র

লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে বাংলা নববর্ষ উদযাপন করেছেন ক্যালিফোর্নিয়ায় বসবাসরত প্রবাসী বাঙালিরা।

বাংলা নববর্ষ ১৪২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেটে শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লস এঞ্জেলস বাংলাদেশ কনস্যুলেটে নববর্ষ উদযাপন

এ সময় বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া ও বঙ্গবন্ধু কিশোর মেলার ক্ষুদে শিল্পীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দশর্ক ও শ্রোতাদের বাধভাঙা উল্লাস আর নাচ-গানে মুখরিত হয় লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস। দর্শকদের অনুরোধে একের পর এক জনপ্রিয় বাংলা গান পরিবেশন করেন বিশাকও স্থানীয় শিল্পীরা।

লস এঞ্জেলস বাংলাদেশ কনস্যুলেটে নববর্ষ উদযাপন

ডেপুটি কনস্যুলার জেনারেল আলাউদ্দিন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনস্যুলার জেনারেল সামিয়া আনজুম, বিভিন্ন দেশের কূটনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক ও কমিউনিটির সদস্যরা।

আয়োজকরা জানান, আসছে বছর আরও বৃহৎ পরিসরে উদযাপন করা হবে বাংলা নববর্ষ। নববর্ষের মতো অনুষ্ঠানের মধ্য দিয়ে লস এঞ্জেলেসে বেড়ে উঠা নতুন প্রজন্মসহ বহির্বিশ্বে ছড়িয়ে পড়বে বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্য।

এমআরএম/জিকেএস

Read Entire Article