প্রকৃতির রঙ, রূপ ও সরল সৌন্দর্যের কাছে নিজেকে নিবেদন করতে পারার মাঝে নির্মল এক আনন্দ লুকিয়ে আছে। দিনশেষে প্রকৃতিই আমাদের নতুন করে বাঁচতে শেখায়, ইতবাচক হতে শেখায়। এমনই এক সরল ভাবনা থেকে দেশের সেরা শীর্ষস্থানীয় ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে ডিভোশন বা আত্মনিবেদন শিরোনামে ঈদ-উল-আজহার দারুণ একটি কালেকশন।
লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, “এই বছরের কালেকশনটি ডিজাইন... বিস্তারিত