ম্যাচজুড়ে দাপটের সাথে খেলেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় আনতে পারল না রিয়াল সোসিয়েদাদ। ১০ জন নিয়ে সোসিয়েদকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় টানা চতুর্থ জয় পেয়ছে জাভি আলোন্সোর শিষ্যরা। তাতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ। সোসিয়েদের মাঠে রিয়েলের হয়ে গোল দুটি করেন কাইলিয়ান এমবাপে ও আরদা গুলার। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন মিকেল ওয়ার্জেবাল। […]
The post লা লিগায় টানা চতুর্থ জয় রিয়াল মাদ্রিদের appeared first on চ্যানেল আই অনলাইন.