লা লিগায় মৌসুমের প্রথম হার বার্সার

4 weeks ago 14

লা লিগায় ২০২৪-২০২৫ মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছিল বার্সেলোনা। নতুন মৌসুমের প্রথম সাত ম্যাচের সবগুলোতেই জিতেছিল কাতালানরা। এবার সেই জয়ের ধারা থেকে বিচ্যুত হতে হলো বার্সাকে। ওসাসুনার কাছে এসে থামতে হলো হানসি ফ্লিকের শিষ্যদের।

গতকাল শনিরাত রাতে অ্যাওয়ে ম্যাচের ২৮ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সা। ১৮ মিনিটে ওসাসুনাকে প্রথম লিড এনে দেন আন্তে বাদিমির। এর ১০ মিনিট পর কাউন্টার অ্যাটাকে গোল করেন স্বাগতিক দলের ব্রায়ান জারাগোজা। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

৫৩ মিনিটে পাউ ভিক্টরের গোলে ব্যবধান ২-১ করে বার্সা। স্প্যানিশ ফরোয়ার্ডের দূর্বল শট ঠেকাতে ব্যর্থ হন ওসাসুনার গোলরক্ষক সার্জিও হারেরা।

৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওসাসুনার স্ট্রাইকার বাদিমির। ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হয়ে পেনাল্টিতে গোলটি করেন তিনি। এতে স্বাগতিকরা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।

৮৫ মিনিটে ওসাসুনার হয়ে আরও একটি গোল করেন বদলি খেলোয়াড় আবেল ব্রেটসন (৪-১)। এর ৪ মিনিট পর গোল করেন বার্সা ফরোয়ার্ড লামিন ইয়ামাল। এতে ব্যবধান দাঁড়ায় ৪-২। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধােনে হারের তিক্ত স্বাদ নিয়ে ফেরত আসতে হয় বার্সাকে।

এমএইচ/এমএস

Read Entire Article