হোটেল লবিতে সব অ্যাথলেটস আছেন। অনুশীলনে আছেন অন্যান্য দেশের অ্যাথলেটস। কিন্তু এক জনের দেখা নেই। প্যারিস অলিম্পিক গেমসের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী নোয়া লাইলসের। হোটেলে নেই, জাপান জাতীয় স্টেডিয়ামেও নেই। তার দেশের অ্যাথলেটরা অনুশীলন করছেন। কিন্তু লাইলস নেই।
যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা এসেছেন ১৫০ জনের মতো। দলের সঙ্গে নতুন উঠতি অ্যাথলেটকেও আনা হয়েছে। সবাই আছেন, নেই শুধু লাইলস। কারো কাছে... বিস্তারিত