কিছু দিন আগে লাওসে নারীদের এএফসি অনূর্ধ-২০ বাছাইয়ে সেরা রানার্সআপ হয়ে মূল পর্বে উঠেছে বাংলাদেশ। সেই লাওসে আবারও যাচ্ছেন আফঈদা খন্দকাররা। তবে এবার দেশের হয়ে খেলতে নয়, ভুটানের রয়েল থিম্পু কলেজের জার্সিতে খেলবেন।
এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ভুটানের দলটি ২৭ আগস্ট প্লেঅফ ম্যাচ খেলবে। তাদের হয়ে খেলতে বাংলাদেশের ৫ ফুটবলার তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা, আফঈদা ও স্বপ্না রানীর... বিস্তারিত