লাকসাম থেকে ১৩ বছরের শিশু নিখোঁজ

2 months ago 6

কুমিল্লার লাকসাম বাইপাস থেকে সুজন নামের ১৩ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৪টায় একটি আইসক্রিমের ফ্যাক্টরিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে।

নিখোঁজ শিশু সুজন কুমিল্লার মনোহরগঞ্জ থানার মান্দারগাঁও গ্রামের মরহুম আনিছ মিয়ার ছেলে।

জানা গেছে, লাকসাম বাইপাসে একটি আইসক্রিমের ফ্যাক্টরিতে কাজ করত সুজন। ১৩ জুন বিকেলে কাজ শেষে বাসায় না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের লোকজন তৎক্ষণাৎ আশপাশ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে তার বড় ভাই মো. সজিব (৩০) লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের সদস্যরা জানান, শিশুটি সহজ-সরল স্বভাবের। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল জিন্স ও কালো রঙের হাফ হাতা টি-শার্ট।

লাকসাম থানার এসআই (উপপরিদর্শক) মোহাম্মদ শাহাদাত হোসাইন কালবেলাকে বলেন, আমরা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তার অবস্থান জানতে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

Read Entire Article