লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। এর আগে খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থলে নিয়ে আসা হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশি-বিদেশি রাজনৈতিক, কূটনৈতিক ব্যক্তি ছাড়াও অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন। দুপুর পৌনে ৩টার দিকে জানাজা শুরুর আনুষ্ঠানিকতা শুরু হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে সম্পন্ন হলো খালেদা জিয়ার নামাজের জানাজা। দেশের ইতিহাসে এটাই সর্ববৃহৎ জানাজা বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা ৩ মিনিটে শুরু হয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছিল মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জনস্রোত ছড়িয়ে পড়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের বাইরেও। শুধু তাই নয়, উড়ালসড়কও বন্ধ হয় জনস্রোতে। এসএনআর/এমএস
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ।
এর আগে খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থলে নিয়ে আসা হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশি-বিদেশি রাজনৈতিক, কূটনৈতিক ব্যক্তি ছাড়াও অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন।
দুপুর পৌনে ৩টার দিকে জানাজা শুরুর আনুষ্ঠানিকতা শুরু হয়।
দেশের বিভিন্ন স্থান থেকে আগত লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে সম্পন্ন হলো খালেদা জিয়ার নামাজের জানাজা। দেশের ইতিহাসে এটাই সর্ববৃহৎ জানাজা বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা ৩ মিনিটে শুরু হয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়।
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছিল মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জনস্রোত ছড়িয়ে পড়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের বাইরেও। শুধু তাই নয়, উড়ালসড়কও বন্ধ হয় জনস্রোতে।
এসএনআর/এমএস
What's Your Reaction?