লাতাকিয়ায় বিক্ষোভে সহিংসতা, বহু হতাহত

সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় বিক্ষোভ চলাকালে সহিংসতায় তিনজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিক্ষোভের মধ্যে একটি সশস্ত্র গোষ্ঠী ঢুকে পড়ে এবং গুলিবর্ষণ শুরু করলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এতে বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা হতাহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাঁজোয়া যানসহ সেনাবাহিনীর ইউনিট লাতাকিয়া ও তারতুস শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়। কর্তৃপক্ষ বলেছে, সেনাবাহিনীর মূল লক্ষ্য ছিল জনশৃঙ্খলা বজায় রাখা এবং আরও সহিংসতা ঠেকানো। লাতাকিয়া প্রদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ আল-আহমাদ জানান, বিক্ষোভস্থলের কাছে মোতায়েন নিরাপত্তা বাহিনীর ওপর অজ্ঞাত স্থান থেকে গুলি চালানো হয়। এতে নিরাপত্তাকর্মী ও সাধারণ মানুষ আহত হন এবং পুলিশের কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের ভিড়ে লুকিয়ে থাকা একটি সশস্ত্র দল নিরাপত্তা চৌকিতে গ্রেনেড নিক্ষেপ করে। এতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হন। শাফাক নিউজের দামেস্ক প্রতিনিধি জানান, রোববার লাতাকিয়া,

লাতাকিয়ায় বিক্ষোভে সহিংসতা, বহু হতাহত

সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় বিক্ষোভ চলাকালে সহিংসতায় তিনজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিক্ষোভের মধ্যে একটি সশস্ত্র গোষ্ঠী ঢুকে পড়ে এবং গুলিবর্ষণ শুরু করলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এতে বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা হতাহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাঁজোয়া যানসহ সেনাবাহিনীর ইউনিট লাতাকিয়া ও তারতুস শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়। কর্তৃপক্ষ বলেছে, সেনাবাহিনীর মূল লক্ষ্য ছিল জনশৃঙ্খলা বজায় রাখা এবং আরও সহিংসতা ঠেকানো।

লাতাকিয়া প্রদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ আল-আহমাদ জানান, বিক্ষোভস্থলের কাছে মোতায়েন নিরাপত্তা বাহিনীর ওপর অজ্ঞাত স্থান থেকে গুলি চালানো হয়। এতে নিরাপত্তাকর্মী ও সাধারণ মানুষ আহত হন এবং পুলিশের কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের ভিড়ে লুকিয়ে থাকা একটি সশস্ত্র দল নিরাপত্তা চৌকিতে গ্রেনেড নিক্ষেপ করে। এতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হন।

শাফাক নিউজের দামেস্ক প্রতিনিধি জানান, রোববার লাতাকিয়া, তারতুস ছাড়াও হোমস ও হামা শহরে আলাউইত সম্প্রদায়ের হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা ফেডারেল ব্যবস্থা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবি করেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow