লাপাতা লেডিস দিয়ে অস্কার জিতবে ভারত, যা বললেন আমির

1 month ago 19

বেশ নীরবেই তৈরি হয়েছিল সিনেমাটি। তারকায় ঠাসা কোনো কাজও এটি ছিল না। তবে মুক্তির পর রীতিমতো সিনেমাপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছিল ‘লাপাতা লেডিস’। পারিবারিক আবহে রোমান্স, কমেডি, সামাজিক বার্তায় ভরপুর সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল।

আমির খানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন কিরণ রাও। চলতি বছরের ১ মার্চ ছবিটি মুক্তি পায়। মূলত ভারতীয় সমাজের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি নারীর স্বাধীনতাকেই উপজীব্য করে নির্মিত হয়েছে। যা নাড়া দিয়েছে উপমহাদেশের দর্শকদের। সেই ছবি নিয়েই এবার বহুদিনের লালিত স্বপ্ন পূরণের প্রত্যাশায় বুক বেঁধেছেন ভারতীয়রা।

‘লাপাতা লেডিস’ ২০২৪ সালের অস্কারে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে। এই ছবির মাধ্যমে আরও একবার অস্কার বিজয়ের সম্ভাবনায় ভারতজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির চলচ্চিত্রপ্রেমী ও নির্মাতারা আশা করছেন, এই সিনেমা ভারতকে অস্কারের মহাকাব্যিক পুরস্কার এনে দেবে। এটি ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দেবে।

একই আশাবাদ ছবির প্রযোজক বলিউড সুপারস্টার আমির খানেরও। তিনি সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন গণমাধ্যমে। সেখানে তিনি ‘লাপাতা লেডিস’ অস্কার জিতলে ভারতবাসী উদযাপনের আনন্দে মেতে উঠবে দাবি করে বলেন, ‘যদি ‘লাপাতা লেডিস’ অস্কার জেতে তবে ভারত পুরোপুরি ‘ব্যালিস্টিক’ হয়ে যাবে। এটি ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। কারণ দীর্ঘদিন ধরে ভারতীয় চলচ্চিত্র অস্কারের স্বীকৃতি পাওয়ার জন্য অপেক্ষা করছে।’

আমির খান বলেন, ‘আমরা সবাই এতদিন ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছি। অস্কার জেতা আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য একটি বিশাল প্রাপ্তি হবে।’

এই ছবির মূল কাহিনি দুই নারী চরিত্রকে কেন্দ্র করে যারা স্বামীর বাড়িতে যাবার পথে হারিয়ে যান। একজনের ঠাঁই হয় অন্যজনের স্বামীর সংসারে। আরেকজন আশ্রয় পান ফুটপাথে দোকানদারি করা এক দরিদ্র বৃদ্ধার কাছে। তাদের জীবনের পথ চলা ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজ ঠিকানা ও স্বপ্ন পূরণের গল্পই দেখানো হয়েছে ছবিটিতে কমেডি আর সুখ-দুঃখের দৃশ্য বুনে।

এলএ/এমএস

Read Entire Article