লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু, অতঃপর...

3 hours ago 5
মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া এলাকার মাঠের মধ্যে ব্রিজের ওপর থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ বস্তুগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে তেঁতুলবাড়িয়া হাজীপাড়া থেকে ধলা গ্রামের সড়কের মাঝে ব্রিজের ওপর লাল টেপ দিয়ে মোড়ানো তিনটি বোমাসদৃশ বস্তু দেখতে পায় পথচারীরা। স্থানীয়রা গাংনী থানা পুলিশে খবর দিলে রাত ৯টায় স্থানীয় ধলা পুলিশ ক্যাম্পের এসআই পিন্টু সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বস্তু উদ্ধার করে পানি ভর্তি বালতিতে করে নিয়ে যায়। গাংনী থানা ওসি বানী ইসরাইল জানান, লাল টেপ দিয়ে মোড়ানো তিনটি বস্তু ব্রিজের ওপরে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বোমসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে কারা এই বস্তুগুলো রেখেছে তা অনুসন্ধান করে আইনের আওতায় নিয়ে আসা হবে।   
Read Entire Article