লাল-সবুজ কফিনে দেশে পৌঁছাল ওসমান হাদির মরদেহ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বিমানটি অবতরণ করে। সর্বসাধারণের শ্রদ্ধা ও সাক্ষাতের জন্য মরদেহটি বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। শরিফ ওসমান হাদির আগমনের খবরে বিমানবন্দর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কেন্দ্রীয় মসজিদে উপস্থিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পরবর্তী জানাজা ও দাফনের সময়সূচি সংশ্লিষ্টরা শিগগিরই জানাবেন বলে ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বিমানটি অবতরণ করে।
সর্বসাধারণের শ্রদ্ধা ও সাক্ষাতের জন্য মরদেহটি বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়।
শরিফ ওসমান হাদির আগমনের খবরে বিমানবন্দর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কেন্দ্রীয় মসজিদে উপস্থিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
পরবর্তী জানাজা ও দাফনের সময়সূচি সংশ্লিষ্টরা শিগগিরই জানাবেন বলে ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে।
What's Your Reaction?