লালবাগে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর লালবাগ এলাকায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম হোসেন (২৪)। তিনি একটি চুড়ি কারখানায় কাজ করতেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে পূর্ব শত্রুতার জেরে হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার বাবার নাম শাহ আলম। তিনি লালবাগের শহীদ নগর ২ নম্বর গলিতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর। নিহতের বোন সুরাইয়া জানান, তার ভাই একটি চুড়ি কারখানায় কাজ করতো। গতকাল আবির ও নীরবের মধ্যে একটা লাঠি নিয়ে ঝগড়া হয়। ওই এলাকার স্থানীয় আবির রোকসানার পোলা নামে পরিচিত। সেখানে হোসেন তাদের দুজনের মধ্যে ঝগড়া মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনা নিয়ে আবির অনেক ক্ষিপ্ত হয় এবং গতকাল রাতে তার কাছে হোসেন মাফ চায়। পরে আজ বিকেল সাড়ে ৩টার দিকে হোসেনকে গলিতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে এলোপাথাড়ি আঘাত করে আবির। পরে খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় তার ভাই আর বেঁচে নেই। তিনি আরও জ

লালবাগে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর লালবাগ এলাকায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম হোসেন (২৪)। তিনি একটি চুড়ি কারখানায় কাজ করতেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে পূর্ব শত্রুতার জেরে হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার বাবার নাম শাহ আলম। তিনি লালবাগের শহীদ নগর ২ নম্বর গলিতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর।

নিহতের বোন সুরাইয়া জানান, তার ভাই একটি চুড়ি কারখানায় কাজ করতো। গতকাল আবির ও নীরবের মধ্যে একটা লাঠি নিয়ে ঝগড়া হয়। ওই এলাকার স্থানীয় আবির রোকসানার পোলা নামে পরিচিত। সেখানে হোসেন তাদের দুজনের মধ্যে ঝগড়া মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনা নিয়ে আবির অনেক ক্ষিপ্ত হয় এবং গতকাল রাতে তার কাছে হোসেন মাফ চায়। পরে আজ বিকেল সাড়ে ৩টার দিকে হোসেনকে গলিতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে এলোপাথাড়ি আঘাত করে আবির। পরে খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় তার ভাই আর বেঁচে নেই।

তিনি আরও জানান, সাধারণ একটি ঘটনা নিয়ে তার ভাইকে তারা এভাবে হত্যা করে ফেলল। ভাইয়ের হত্যার বিচার চাই। হোসেনের একটাই দোষ তাদের দুজনের মধ্যে ঝামেলা লেগেছিল, সেটি সমাধান করার চেষ্টা করেছিল। পরে হোসেনকে এভাবে ছুরিকাঘাত করে হত্যা করল আবির। সে ওই এলাকার স্থানীয় বাড়িওয়ালা এবং সে ছাত্রলীগ করায় গত এক বছর এলাকা থেকে পলাতক ছিল। কিছুদিন আগে আবার এলাকায় আসে। এসে হোসেনকে হত্যা করল। 

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, ছুরিকাঘাতে এক যুবককে হত্যার খবর আমরা পেয়েছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

তিনি আরও জানান, এই ঘটনায় যেই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow