লালমনিরহাট সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার, আটক ১

লালমনিরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে ১৫ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে গত ৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাঘাট বিশেষ ক্যাম্পের চেকপোস্টে একটি ইজিবাইক সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ইজিবাইকের ভেতর থেকে ভারতীয় মোবাইল ফোনের ১ হাজার ৪৮টি ডিসপ্লে উদ্ধার করা হয়। এ ঘটনায় ইজিবাইকে যাত্রী সেজে থাকা মোঃ সোহাগ হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কবির মামুদ গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে। বিজিবি জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোনের ডিসপ্লেগুলোর আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৮০০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামালসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম

লালমনিরহাট সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার,  আটক ১

লালমনিরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে ১৫ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে গত ৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাঘাট বিশেষ ক্যাম্পের চেকপোস্টে একটি ইজিবাইক সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ইজিবাইকের ভেতর থেকে ভারতীয় মোবাইল ফোনের ১ হাজার ৪৮টি ডিসপ্লে উদ্ধার করা হয়। এ ঘটনায় ইজিবাইকে যাত্রী সেজে থাকা মোঃ সোহাগ হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কবির মামুদ গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোনের ডিসপ্লেগুলোর আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৮০০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামালসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এতে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয় এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। এ ধরনের অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow