ঘন কুয়াশায় ঢাকা লালমনিরহাট। গত দুদিন উত্তরের এ জেলার কালীগঞ্জে তাপমাত্রা ১২ ডিগ্রির মধ্যেই রয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ৬টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রংপুর আবহাওয়া অফিস।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীব্র শীতের কারণে কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। সকালে ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। অপরদিকে তীব্র শীতের কারণে জেলা-উপজেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েক দিন থেকে দুপুরের পর আকাশে সূর্য দেখা দিলেও নেই কোনো উত্তাপ। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমিকসহ খেটে খাওয়া মানুষরা।
কালীগঞ্জে কৃষক সাইদুল ইসলাম বলেন, কয়েক দিন ধরেই সন্ধ্যার পর শীত একটু বেশি অনুভব হচ্ছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে মাঝে মধ্যে দেখা মেলে সূর্যের।
রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, আজকে সকাল ৬টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামীতে তাপমাত্রা আরও কমে শীত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুপফা কালবেলাকে বলেন, জেলার হতদরিদ্র মানুষের জন্য বর্তমানে সর্বমোট ৩ হাজার ৯০০ কম্বল বরাদ্দ রয়েছে, আটটি ইউনিয়নের জন্য ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এসব বিতরণ কার্যক্রম চলমান আছে।