লালমনিরহাটে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তারে মিষ্টি বিতরণ

2 hours ago 4
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের পর তার নিজ উপজেলায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয় জনগণ। শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাতে নুরুজ্জামান আহমেদের নিজ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাড়ির সামনে এ মিষ্টি বিতরণ করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর নুরুজ্জামান গ্রেপ্তার হলে তার উপযুক্ত শাস্তি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের একজন বলেন, নুরুজ্জামানের দুর্নীতির অনেক চিত্র কালীগঞ্জে রয়েছে। আমাদের দাবি বর্তমান সরকার এ দুর্নীতিবাজ মন্ত্রীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন। লালমনিরহাট জেলা গণ-অধিকার পরিষদের অর্থবিষয়ক সম্পাদক জিহাদ হাসান বলেন, ক্ষমতা পেয়ে নুরুজ্জামান জমি দখল, অবৈধ সম্পদ অর্জন, মানুষের ওপর জুলুমসহ নানা অপকর্ম করেছেন। যার কারণে তিনি গ্রেপ্তার হওয়ার পর এলাকাবাসী মিষ্টি বিতরণ ও আনন্দ উদযাপন করছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রংপুরের সেন্টাল রোডের পোস্ট অফিসের গলি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তার ভাগনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর মহানগর পুলিশ। গ্রেপ্তারের পরে তাকে রংপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে বের হওয়ার সময় স্থানীয় জনতা তার ওপর ডিম নিক্ষেপ করে। পরে শুক্রবার সকালে কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান রংপুর মুখ্য মহানগর হাকিম দেবী রাণী রায়ের আদালতে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
Read Entire Article