লালমনিরহাটে ৩৫টি মসজিদ-মাদরাসায় ওজুখানা নির্মাণসামগ্রী বিতরণ

3 months ago 26

কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন গ্রামের মসজিদ ও মাদরাসায় ৩৫টি ওজুখানা নির্মাণ করার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

বেসরকারি ও সামাজিক উন্নয়ন সংস্থা ‘ছওয়াব’ এর উদ্যোগে ৮ মে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ছওয়াবের প্রজেক্ট অফিসার মো. আফতাবুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।

তিনি বলেন, এ প্রকল্পটি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় বরং আমার উপজেলার দরিদ্র মানুষের ধর্মীয় চাহিদা পূরণ করবে। এমন জনকল্যাণমূলক কাজের জন্য ছওয়াবকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী মো. রাফি উদ্দিন। এছাড়া তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, এর আগে ছওয়াব ৯টি জেলার ১৩টি উপজেলায় প্রায় ৩০০ ওজুখানা স্থাপন প্রকল্প বাস্তবায়ন করেছে।

এমএইচআর

Read Entire Article