কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন গ্রামের মসজিদ ও মাদরাসায় ৩৫টি ওজুখানা নির্মাণ করার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
বেসরকারি ও সামাজিক উন্নয়ন সংস্থা ‘ছওয়াব’ এর উদ্যোগে ৮ মে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ছওয়াবের প্রজেক্ট অফিসার মো. আফতাবুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।
তিনি বলেন, এ প্রকল্পটি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় বরং আমার উপজেলার দরিদ্র মানুষের ধর্মীয় চাহিদা পূরণ করবে। এমন জনকল্যাণমূলক কাজের জন্য ছওয়াবকে আন্তরিক ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী মো. রাফি উদ্দিন। এছাড়া তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, এর আগে ছওয়াব ৯টি জেলার ১৩টি উপজেলায় প্রায় ৩০০ ওজুখানা স্থাপন প্রকল্প বাস্তবায়ন করেছে।
এমএইচআর