নান্তেসের সঙ্গে ১-১ গোলে এবং অক্সিরের সঙ্গে গোলশূন্য ড্র করার পর অবশেষে জয়ে ফিরলো পিএসজি। ঘরের মাঠে লিওঁকে পেয়ে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে প্যারিসের দলটি।
পিএসজির হয়ে গোল তিনটি করেন ওসমান ডেম্বেলে, ভিতিনহা এবং গনকালো রামোস। লিওঁর হয়ে গোল করেন জর্জেস মিকাউতাদজে।
১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই রয়েছে ৭ পয়েন্ট পিছিয়ে। তাদের পয়েন্ট ৩০। ২৫ পয়েন্ট নিয়ে লিওঁ রয়েছে ৫ম স্থানে।
ম্যাচের ৮ম মিনিটেই গোল করে পিএসজিকে এগিয়ে দেন ওসমান ডেম্বেলে। ১৪তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন ভিতিনহা। ৪০তম মিনিটে একটি গোল শোধ করেন জর্জেস মিকাউতাদজে। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে, গনকালো রামোস ৮৮তম মিনিটে তৃতীয় গোল করেন।
আইএইচএস/