পিছিয়ে পড়েও শনিবার সেইন্ট এতিয়েনকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ১৩ মৌসুমে ১১তম ফরাসি শিরোপার আরও কাছে পৌঁছে গেছে পিএসজি।টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মার্সেই ৩-১ গোলে রেইমসের কাছে পরাজিত হওয়ায় পিএসজির সামনে সুযোগ ছিল সাত ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করার। কিন্তু সেজন্য দিনের শেষ ম্যাচে নিসের সঙ্গে মোনাকোকে ড্র করতে হতো।
কিন্তু ব্রিল এমবোলোর ৭৩ মিনিটের গোলে কঠিন লড়াইয়ের পর মোনাকো ২-১ গোলে জয় ছিনিয়ে... বিস্তারিত