আবহাওয়া অনুকূলে থাকায় বীরগঞ্জে লিচু গাছে প্রচুর গুটি ধরেছে। গাছ ভর্তি থোকা থোকা ছোট লিচু দেখে বাগান মালিকরা বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন। এখন চলছে পরিচর্যার ব্যস্ততা। উপজেলার বিভিন্ন এলাকায় চায়না থ্রি, বেদেনা, বোম্বে ও মাদ্রাজি জাতের লিচুর চাষ বেশি হয়। সুস্বাদু হওয়ায় এসব জাতের লিচুর চাহিদা দেশজুড়ে।
কল্যাণী চৌধুরী হাট এলাকার বাগানমালিক মাসুদুর রহমান বলেন, এ বছর লিচুগাছে প্রচুর গুটি এসেছে। এমন... বিস্তারিত