বোলার সাকিব অ্যাকশনের কারণে আপাততঃ নিষিদ্ধ। তাই শুধু ব্যাটার সাকিব আল হাসানকেই নিতে হয়; কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা তা নেননি। এটা সত্য, যে কোন ফরম্যাটেই সাকিব আর আগের ফর্মে ও ছন্দে নেই।
সেটা শুধু দেশে আসতে না পারা আর জাতীয় দলের হয়ে খেলতে না পারার কারণেই নয়। বয়সও হয়েছে। সাকিবের বর্তমান বয়স ৩৭ প্লাস। এ বয়সে ফিটনেস ধরে রেখে নিজের সেরাটা উপহার দেয়া সহজ নয়। কঠিন। তারপরও ওয়ানডেতে ব্যাটার সাকিবের সর্বশেষ ফর্ম ও পারফরমেন্স ভালই ছিল।
কিন্তু লিটন দাসের ক্ষেত্রে ব্যাপারটা একদম ভিন্ন। লিটনের ব্যাটিংয়ের হতচ্ছিরি অবস্থা। শেষ ১০ একদিনের ম্যাচকে মানদন্ড ধরলে লিটন দাসের ব্যাটিংয়ের অবস্থা চরম খারাপ। রান করতে ভুলে গেছেন।
ওই ১০ ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন ৩ বার। আরও ৪ বার দুই অংকে (৬,১,২,৪) পৌঁছাতে পারেননি। মোট রান মাত্র ৯৪। এর মধ্যে সব শেষ ৭ ম্যাচে লিটনের ব্যাটিংয়ের অবস্থা শোচনীয়। ওই ৭ খেলায় একবারের জন্য ১০ রানও করা সম্ভব হয়নি। ওই ইনিংস গুলো হলো ৬, ১*, ০, ০, ২, ৪, ০।
এত বাজে ফর্মের পর লিটন দাসকে দলে নেয়ার সাহস দেখানো রীতিমত ঝুঁকিপূর্ণ কাজ। নির্বাচকরা সে ঝুঁকি নেননি। তাই লিটন দাসের জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
ফর্মহীন লিটন দাসকে বাজে ব্যাটিং ফর্মের কারণে বিবেচনায় আনা হয়নি, তা জানিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ব্যাখ্যা, দুটো কারণ আমি বলব। লিটন আউট অব ফর্ম। একজন ব্যাটার দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে রানের তীব্র খরায় ভুগছেন। এছাড়া লিটনের আউটের ধরনও খুব দৃষ্টিকটু।
তা উল্লেখ করে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, আউটের প্যাটার্ন একইরকম। ক্রিকেটের সাদা বলের ফরম্যাটে পাওয়ার প্লে’তে যে সুবিধা নেওয়া দরকার, লিটনের অফ ফর্মের কারণে তা নেয়া সম্ভব হচ্ছে না। যাতে করে চাপ চলে আসছে। তার পার্টনারের চাপ বাড়ছে, তিন নম্বর এক্সপোজড। তারপরও অনেক আস্থা রেখেছিলাম। অনেক ম্যাচেই সুযোগ দিয়েছি। মাঝখানে শ্রীলঙ্কার সাথে সিরিজ নির্ধারণী ম্যাচে রাখিনি দলে। ব্যাটার ফর্মের বাইরে থাকলেও আস্থার জায়গা থেকে দলে রাখা হয়। আমার মনে হয় এ মুহূর্তে সেই অবস্থানে নেই।’
দুই বাঁ-হাতি সৌম্য সরকার ও তানজিদ তামিমকে সম্ভাব্য ওপেনার আখ্যা দিয়ে লিপু জানান, ‘সৌম্য আর তামিম জুটি হিসেবে ভালো করছে। তারাই ইনিংসের শুরু করতে যাচ্ছে। প্রথম একাদশেও লিটনের জায়গা নেই।’
লিটন দাসের মান, ‘ব্যাটিং স্কিল ও সামর্থ্য নিয়ে সন্দেহ নেই লিপুর। ঘুরে ফিরে ফর্মটাই লিটনের সুযোগ না পাবার কারণ, এমন জানিয়ে লিপু শেষ করেন এভাবে, আমাদের মনে হয়েছে লিটনের ক্লাস, মেধা নিয়ে সন্দেহ নেই। তবে ফর্মে সংকট, ঘাটতি দেখা গেলে তাকে সেই সংকট থেকে বের করে আনার জন্য, যদি আরও কাজ করতে পারি আরও শক্তিশালী করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে পারব।’
এআরবি/আইএইচএস