লিটনের প্রশংসায় সাবেক দুই তারকা ক্রিকেটার

6 hours ago 2
এশিয়া কাপের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ের দিন ম্যাচসেরা হয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। ১৫১ স্ট্রাইকরেটে খেলেন ৫৯ রানের ইনিংস। দারুণ ব্যাটিং করা লিটনের প্রশংসা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মুরালি কার্তিক ও নিউজিল্যান্ডের সাবেক তারকা সাইমন ডুল। সাবেক ভারতীয় ক্রিকেটার মুরালি কার্তিকের মতে, লিটনের ইনিংস অমূল্য। তিনি বলেন, ‘লিটনের ইনিংসটা অমূল্য ছিল। সঙ্গে তার স্ট্রাইক রেটও। বাংলাদেশের সবার মধ্যে তাকে সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে হয়েছে। সে যেভাবে ব্যাট করেছে সেটাই বলে দেয় সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’ স্পিনে দক্ষ হওয়ায় আফগানিস্তান-শ্রীলঙ্কার বিপক্ষেও লিটন ভালো করবে বলে বিশ্বাস করেন মুরালি কার্তিক। তিনি বলেন, ‘সে স্পিনে ভালো খেলে যেটা শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ হবে। আফগানিস্তানের তিনজন ভিন্ন ঘরানার স্পিনার রয়েছে। তাদের সবার গতিও আলাদা, সেক্ষেত্রে লিটনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’ মুরালির মতো লিটনকে প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা সাইমন ডুলও। তিনি বলেন, যখন আপনি অধিনায়কের দায়িত্ব পাবেন তখন আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। লিটন দারুণ খেলেছে, শেষ করতে আসতে চেয়েছিল কিন্তু যেভাবে সে আউট হয়েছে সেটা ছিল ক্লান্তির একটা শট। যখন তারা ড্রেসিরুমে যাবে তখন বলবে, এটাই খেলার সঠিক উপায়; এগুলোই ইতিবাচক দিক।
Read Entire Article