লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

অবৈধভাবে ইউরোপ যাওয়ার লক্ষ্যে লিবিয়ায় পৌঁছানো ৩১০ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই প্রত্যাবর্তন কার্যক্রম সম্পন্ন করে। ফিরে আসা ব্যক্তিদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের মধ্যে অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের স্বাগত জানান। জনসচেতনতা বাড়াতে তাদের লিবিয়ার ভয়াবহ অভিজ্ঞতাগুলো আশপাশের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিত প্রতিটি নাগরিককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করে। এর আগে, সোমবার (০১ ডিসেম্বর) আরও ১৭৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। ওইদিন ভোর ৬টা

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি
অবৈধভাবে ইউরোপ যাওয়ার লক্ষ্যে লিবিয়ায় পৌঁছানো ৩১০ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই প্রত্যাবর্তন কার্যক্রম সম্পন্ন করে। ফিরে আসা ব্যক্তিদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের মধ্যে অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের স্বাগত জানান। জনসচেতনতা বাড়াতে তাদের লিবিয়ার ভয়াবহ অভিজ্ঞতাগুলো আশপাশের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিত প্রতিটি নাগরিককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করে। এর আগে, সোমবার (০১ ডিসেম্বর) আরও ১৭৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। ওইদিন ভোর ৬টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পাশাপাশি, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow