লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো ১৭৩ বাংলাদেশিকে

লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্র থেকে ১৭৩ বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একযোগে তাদের প্রত্যাবাসনে কাজ করেছে। সোমবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এদিন সকাল ৬টায় বুরাক এয়ারের একটি ভাড়া করা (চার্টার্ড) ফ্লাইটে ১৭৩ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন। প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় তারা সেখানে প্রবেশ করেছিলেন। পরে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন। আরও পড়ুনমাদারীপুরের ৩ যুবকের নির্যাতনের ভিডিও পাঠিয়ে ২০ লাখ টাকা দাবিজমি-নগদ টাকা দিয়েও ইতালি যাওয়া হলো না আরমানের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। একইসঙ্গে, প্রত্যাবাসিতদের অভিজ্ঞতা জনসচেতনতা বৃদ্ধির জন্য শেয়ার করার জন্য অনুরোধ করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিতদের জন্য পথখরচা, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিক

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো ১৭৩ বাংলাদেশিকে

লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্র থেকে ১৭৩ বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একযোগে তাদের প্রত্যাবাসনে কাজ করেছে।

সোমবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এদিন সকাল ৬টায় বুরাক এয়ারের একটি ভাড়া করা (চার্টার্ড) ফ্লাইটে ১৭৩ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় তারা সেখানে প্রবেশ করেছিলেন। পরে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।

আরও পড়ুন
মাদারীপুরের ৩ যুবকের নির্যাতনের ভিডিও পাঠিয়ে ২০ লাখ টাকা দাবি
জমি-নগদ টাকা দিয়েও ইতালি যাওয়া হলো না আরমানের

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। একইসঙ্গে, প্রত্যাবাসিতদের অভিজ্ঞতা জনসচেতনতা বৃদ্ধির জন্য শেয়ার করার জন্য অনুরোধ করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিতদের জন্য পথখরচা, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে সেখানকার বিভিন্ন আটককেন্দ্রে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর কাজ অব্যাহত রাখছে।

জেপিআই/একিউএফ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow