লিভার সিরোসিসে আক্রান্ত সানা মকবুল

2 months ago 37

জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল ও তেলেগু সিনেমার অভিনেত্রী সানা মকবুল খান লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। অটোইমিউন হেপাটাইটিস থেকে শুরু হওয়া তার শারীরিক জটিলতা এখন লিভার সিরোসিসে রূপ নিয়েছে বলে জানা গেছে।

এক সাক্ষাৎকারে সানা মকবুল জানান, “আমি কিছুদিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছি। আমার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এখন আমার লিভারকেই আক্রমণ করছে। ফলে বর্তমানে আমার লিভার সিরোসিস ধরা পড়েছে।”

৩১ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে ইমিউনোথেরাপি নিচ্ছেন। তিনি বলেন, “আমি শক্ত থাকার চেষ্টা করছি। একদিন পর পর চিকিৎসা নিচ্ছি। এটি খুব কঠিন ও ক্লান্তিকর হলেও আমি হাল ছাড়তে চাই না।”

লিভার প্রতিস্থাপন করতে চান না জানিয়ে সানা বলেন, “চিকিৎসক এবং আমি ট্রান্সপ্ল্যান্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি আশাবাদী যে, বড় কোনো অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হতে পারব। যদিও এটা সহজ নয়, তবুও আমি চেষ্টা করে যাচ্ছি।”

এই কঠিন সময়েও সানার পাশে রয়েছেন তার বাবা-মা। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমার পরিবারের সমর্থনই এখন সবচেয়ে বড় শক্তি। আমার মা খুব একটা কিছু বলেন না, কিন্তু তার নীরবতা গভীর সাহস জোগায়। আর আমার বাবা সবসময় সাহসী চেহারা ধরে রাখেন, যদিও ভিতরে চিন্তিত থাকেন। তারা আমাকে একা অনুভব করতে দেন না।”

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, লিভার সিরোসিস লিভারের একটি চূড়ান্ত ও অনিরাময়যোগ্য পর্যায়ের রোগ। এতে যকৃৎ তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং অধিকাংশ ক্ষেত্রেই প্রতিস্থাপন ছাড়া সম্পূর্ণ আরোগ্য সম্ভব নয়।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সানা মকবুল এর আগে ‘বিগ বস ওটিটি’র তৃতীয় সিজনে অংশ নিয়েছেন। দক্ষিণ ভারতীয় বেশ কিছু ছবিতে কাজ করার পর ‘নেমেসিস’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হওয়ার কথা রয়েছে। সানা মকবুলের দ্রুত আরোগ্য কামনা করছেন তার ভক্তরা।

Read Entire Article