নিউক্যাসলের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল লিভারপুল। যোগ হওয়া লম্বা সময়ের খেলায় একেবারে শেষ দিকে দলকে ৩-২ গোলে জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন ১৬ বছর বয়সে অভিষিক্ত কিশোর রিও এনগুমোয়া।
প্রথমার্ধের শেষ দিকে দশ জনের দলে পরিণত হয়ে পড়েছিল নিউক্যাসল। তার আগেই অবশ্য ৩৫ মিনিটে রায়ান গ্রাভেনবার্চের গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর পর হুগো একিটিকের গোলে স্কোর হয়ে যায়... বিস্তারিত