লিভারপুলকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মোহাম্মদ সালাহর
তাহলে কি লিভারপুল অধ্যায় শেষের পথে মোহাম্মদ সালাহর? কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দিয়ে ক্লাবের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক মন্তব্য করেছেন মিশরীয় তারকা। নিজেকে “বাসের নিচে ছুড়ে ফেলা হয়েছে” বলে অভিযোগ তুলেছেন লিভারপুল ইতিহাসের অন্যতম সেরা এই ফরোয়ার্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে অল রেডদের ৩-৩ গোলের নাটকীয় ড্রয়ে পুরো ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয় সালাহকে। টানা তিন ম্যাচ শুরুর একাদশের বাইরে থাকার পর ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দেন ৩৩ বছর বয়সী তারকা।
সালাহ বলেন, “সবকিছু দেখে আমার মনে হচ্ছে, কাউকে দায়ী করার দরকার ছিল, আর সেই দায়টা আমার ঘাড়ে চাপানো হয়েছে। ক্লাব যেন আমাকে বাসের নিচে ছুড়ে ফেলেছে।”
২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ জানান, আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্ক হঠাৎ করেই বদলে গেছে।
“আগে কোচের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল। হঠাৎ করে এখন আর কোনো সম্পর্কই নেই। কেন এমন হলো, আমি জানি না। তবে মনে হচ্ছে, কেউ একজন আমাকে এই ক্লাবে চায় না,”— বলেন সালাহ।
এপ্রিলে দুই বছরের নতুন চুক্তি করলেও এখন নিজের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তায় ভু
তাহলে কি লিভারপুল অধ্যায় শেষের পথে মোহাম্মদ সালাহর? কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দিয়ে ক্লাবের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক মন্তব্য করেছেন মিশরীয় তারকা। নিজেকে “বাসের নিচে ছুড়ে ফেলা হয়েছে” বলে অভিযোগ তুলেছেন লিভারপুল ইতিহাসের অন্যতম সেরা এই ফরোয়ার্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে অল রেডদের ৩-৩ গোলের নাটকীয় ড্রয়ে পুরো ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয় সালাহকে। টানা তিন ম্যাচ শুরুর একাদশের বাইরে থাকার পর ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দেন ৩৩ বছর বয়সী তারকা।
সালাহ বলেন, “সবকিছু দেখে আমার মনে হচ্ছে, কাউকে দায়ী করার দরকার ছিল, আর সেই দায়টা আমার ঘাড়ে চাপানো হয়েছে। ক্লাব যেন আমাকে বাসের নিচে ছুড়ে ফেলেছে।”
২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ জানান, আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্ক হঠাৎ করেই বদলে গেছে।
“আগে কোচের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল। হঠাৎ করে এখন আর কোনো সম্পর্কই নেই। কেন এমন হলো, আমি জানি না। তবে মনে হচ্ছে, কেউ একজন আমাকে এই ক্লাবে চায় না,”— বলেন সালাহ।
এপ্রিলে দুই বছরের নতুন চুক্তি করলেও এখন নিজের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তায় ভুগছেন তিনি।
লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২০ ম্যাচে ২৫০ গোল করা ফরোয়ার্ড স্পষ্ট ভাষায় বলেন, “আমি মনে করি না, আমি সমস্যার অংশ। এই ক্লাবের জন্য আমি অনেক কিছু করেছি, বিশেষ করে গত মৌসুমে। প্রতিদিন নিজের জায়গা প্রমাণ করতে হবে— এমন অবস্থানে আমি নেই। আমি আমার জায়গাটা অর্জন করেছি।”
আর্নে স্লটের অধীনে গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জেতা লিভারপুলে ২৯ গোল করেছিলেন সালাহ। তবে চলতি মৌসুমে ১৩ ম্যাচে মাত্র চার গোল করেছেন তিনি। সেই সঙ্গে শুরু হয়েছে বেঞ্চে বসানো।
লিডস ম্যাচ শেষে কোচ স্লট বলেন, “৩-২ গোলে এগিয়ে থাকার সময় আমাদের ম্যাচ নিয়ন্ত্রণে রাখার দরকার ছিল। তখন গোলশিকারির প্রয়োজন ছিল না।”
আগামী ১৫ ডিসেম্বর আফ্রিকা কাপ অব নেশনসে অংশ নিতে লিভারপুল ছাড়বেন সালাহ। তবে ফেরার পরও কি তিনি আর লিভারপুল জার্সিতে ফিরবেন— সে প্রশ্ন আজ বড় হয়ে উঠেছে।
নিজেই বললেন, “আমি জানি না আফ্রিকা কাপ থেকে ফিরে কী হবে। সত্যি বলতে, আমি কিছুই জানি না।”
দীর্ঘদিন ধরেই সৌদি প্রো লিগের ক্লাবগুলো সালাহকে দলে ভেড়াতে আগ্রহী। বিশেষ করে আল-হিলালের আগ্রহের কথা শোনা গেলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি সালাহ।
লিভারপুলের হয়ে দুইবার প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপসহ প্রায় সব শিরোপা জয় করা সালাহের জন্য এই অধ্যায়ের শেষটা যদি এমন হয়, সেটা হবে দুঃখজনকই।