অ্যানফিল্ড যেন এক আবেগঘন রাত দেখল। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল মৌসুমের প্রথম ম্যাচেই পেলো বড় পরীক্ষা, তবে শেষ মুহূর্তের ঝলকে ৪-২ ব্যবধানে হারাল বোর্নমাউথকে।
ম্যাচ শুরুর আগে পুরো অ্যানফিল্ড জুড়ে ছিল শোকের আবহ—গত জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দিয়োগো জোতা ও তার ভাইয়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, ২০তম মিনিটে উঠে আসে করতালির ঢেউ। সেই আবেগ যেন লাল জার্সিধারীদের জন্য প্রেরণায় রূপ নিল।
প্রথমার্ধেই লিভারপুল এগিয়ে যায় নতুন সাইনিং হুগো একিতিকের গোল থেকে (৩৭’)। বিরতির পর চার মিনিটের মাথায় একিতিকের অ্যাসিস্টে গোল করে ব্যবধান বাড়ান কোডি গাকপো (৪৯’)। মনে হচ্ছিল আরামেই তিন পয়েন্ট নিশ্চিত করবে আর্নে স্লটের দল।
কিন্তু ম্যাচে নাটক জমে ওঠে দ্বিতীয়ার্ধে। বর্ণবাদী গালাগালির অভিযোগ তোলার পরও অসাধারণ মানসিক শক্তি দেখান বোর্নমাউথের অ্যান্টোয়াইন সেমেনিও। তিনিই টানা দুটি গোল করে (৬৪’ ও ৭৬’) ম্যাচে সমতায় ফেরান অতিথিদের। অ্যানফিল্ডে তখন নেমে আসে চাপা উৎকণ্ঠা।
তবে শেষ মুহূর্তে চ্যাম্পিয়নসুলভ জবাব দেয় লিভারপুল। ৮৮তম মিনিটে বদলি নামা ফেদেরিকো কিয়েসা করেন তার প্রথম প্রিমিয়ার লিগ গোল, আর ৯০+৪ মিনিটে শেষ কথা বলেন মোহাম্মদ সালাহ। কপের সামনে জমে ওঠা আনন্দ-উল্লাসে শেষ হয় লড়াই।
একিতিকে ও কিয়েসার ঝলক, সালাহর স্বাভাবিক ধারাবাহিকতা আর শেষ মুহূর্তের লড়াই—সব মিলিয়ে মৌসুম শুরুর রাতটিকে লাল জার্সির ভক্তরা মনে রাখবে অনেকদিন।