সবকিছু ঠিকঠাক ছিল আগে থেকেই। আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো শুক্রবার। পার্মার ১৮ বছর বয়সী ডিফেন্ডার জোভান্নি লেওনির সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে লিভারপুল। এই গ্রীষ্মের দলবদলের বাজারে ৩০ কোটি পাউন্ডের ঘর ছাড়িয়ে তাকে দলে টেনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
ভার্জিল ফন ডাইক, ইব্রাহিম কোনাতে ও জো গোমেজের সঙ্গে সেন্টার ব্যাক হিসেবে দলে যোগ দেবেন লেওনি। গত মৌসুমে সিরি আ-তে পার্মার হয়ে ১৭... বিস্তারিত