লুকিয়ে ভারতে ঢুকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

2 months ago 10

রাতের অন্ধকারে লুকিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল। তার ৪৫ বছর বয়স।

গত সোমবার (৭ জুলাই) গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার পুলিশ হরিরামপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাংলাদেশের পাবনা জেলার সদর থানার অন্তর্গত কাছারিপাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, রানীতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, তাদের এলাকায় এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন।

আরও পড়ুন>>

সেই মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজিত ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নজরুল ইসলামকে আটক করে।

এরপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ কার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম দাবি করেন, বাংলাদেশের সাম্প্রতিক ছাত্রজনতার আন্দোলনের পর তিনি চরম প্রতিহিংসার শিকার। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার ওপর নিপীড়ন, হামলা, ঘরবাড়ি ভাঙচুর, শারীরিক নিগ্রহ, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়।

নজরুল ইসলাম পুলিশকে বলেন, আমি এলাকায় থাকলে মেরে ফেলা হতো। শেখ হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, আমিও সেই পথে এসেছি নিজের প্রাণ বাঁচাতে। আমার গোপন অনুপ্রবেশের মূল উদ্দেশ্য রাজনৈতিক আশ্রয়।

তবে মঙ্গলবার রানীতলা থানার পুলিশ তার বিরুদ্ধে ১৪ ফরেনার্স আইন ,পাসপোর্ট আইনসহ একাধিক মামলায় গ্রেফতার দেখায় এবং পরে মুর্শিদাবাদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয়।

এই ঘটনার পর মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত জুড়ে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

ডিডি/কেএএ/

Read Entire Article