লেকের পাশে নার্সারি, ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি

5 months ago 27

রাজধানী গুলশান লেকপাড় এলাকায় মো. শরিফুল আলম করিম (৩৫) নামের এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, চাঁদা না পেয়ে তাকে গুলি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

তাকে ঢামেকে নিয়ে আসা মামাশ্বশুর মো. জাহিদ বলেন, ‘এক মাস আগে থেকে পিচ্চি রুবেল নামের এক সন্ত্রাসী শরিফুলের কাছে ২০ হাজার টাকা দাবি করে। এই টাকা না দিতে চাইলে আজ দুপুর আড়াইটার দিকে গুলশান-১ এর লেকপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই সন্ত্রাসীসহ তিন-চারজন তার পথরোধ করে। তারা চাঁদার টাকা চাইলে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা পিস্তল বের করে শরিফুলের পেটের বাম পাশে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে আনা হয়। বর্তমানে তিনি ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, শরিফুলের বাসা দক্ষিণখান। গুলশান-১ নম্বরে লেকের পাশে নার্সারির ব্যবসা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসক জানিয়েছেন শরিফুল শঙ্কামুক্ত নন। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাজী আল-আমিন/ইএ/এমএস

Read Entire Article