লেবানন থেকে ইসরায়েলে ২০ রকেট নিক্ষেপ

5 days ago 8

লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় ২০টি মতো রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এর আগেও লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

টেলিগ্রামে এক পোস্টে বলা হয়েছে, প্রজেক্টাইল এবং কয়েক দফা রকেট দিয়ে হামলা চালানোর কারণে স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিট থেকে সকাল ১০টার মধ্যে সাইরেন বেজে উঠেছে। তবে এসব রকেট প্রতিহত করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে লেবাননের সিভিল ডিফেন্স সেন্টারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানে থাকা অন্তত ১২ জন প্যারামেডিকস নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়েসুস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের হামলা যেন স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮২ জন।

ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না বৈরুতের অনেক আবাসিক ভবনও। ফলে সাধারণ নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন লেবাননে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আহত হয়েছেন আরও ১৪ হাজার ৫৯৯ জন।

টিটিএন

Read Entire Article