লেবানন থেকে সেনা প্রত্যাহার করছে ইসরায়েল

1 month ago 31

দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে ইসরায়েল। কারণ যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহারের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা এরই মধ্যে শেষ হয়ে গেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন সেনা প্রত্যাহার করে ইসরায়েল। তবে পুনর্নির্ধারিত সময়সীমা অনুযায়ী অধিকাংশ সেনা প্রত্যাহার করা হবে।

ইসরায়েল জানিয়েছে, পাঁচটি কৌশলগত স্থানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করবে। তাছাড়া ফের হামলারও হুমকি দিয়ে রেখেছে দখলদার বাহিনী।

আরও পড়ুন>

চুক্তি অনুযায়ী, ইসরায়েলের সেনাদের প্রত্যাহারের পর সেখানে লেবাননের সেনা মোতায়েনের কথা রয়েছে।

ইসরায়েলি সামরিক মুখপাত্র নাদাভ শোশানি নিশ্চিত করে জানিয়েছেন, উত্তর ইসরায়েলের জনগোষ্ঠীর জন্য সুবিধাজনক স্থান ও সুরক্ষা প্রদানের জন্য পাঁচটি পাহাড়ের চূড়ায় অবস্থান থাকবে।

তিনি দাবি করেছেন, অস্থায়ী ব্যবস্থা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী সংস্থা কর্তৃক অনুমোদিত হয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সময়সীমার মধ্যে সম্পূর্ণ প্রত্যাহার অর্জন করা সম্ভব হবে না। ইসরায়েলি শত্রুকে বিশ্বাস করা যায় না বলেও উল্লেখ করেছেন তিনি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

 

 

Read Entire Article