লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ ইসলামী ছাত্র আন্দোলনের 

5 hours ago 5

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করার অভিযোগ তুলেছে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’।

সোমবার (২৫ আগস্ট) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

জিএস পদপ্রার্থী খায়রুল আহসান মারজান বলেন, ‘নির্বাচনী বিধিমালা অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত কোনো প্রার্থী ব্যানার-ফেস্টুন লাগাতে পারবেন না। কিন্তু অনেক প্রার্থী নিয়ম ভেঙে প্রচারণা চালাচ্ছেন, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

অভিযোগ করে তিনি আরও বলেন, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা রোকেয়া হলে প্রচারণা চালিয়েছেন, ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান বিভিন্ন হলে প্রচারণা করেছেন এবং জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম মনোনয়নপত্র জমা দিতে দলবল নিয়ে স্লোগান দিয়েছেন। এগুলো স্পষ্টত আচরণবিধি ভঙ্গ হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।’

এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জুলিয়াস সিজারকে ভিপি পদে নির্বাচন করার সুযোগ দেওয়াকে প্রশাসনের পক্ষপাতদুষ্ট মনোভাবের প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি।

সচেতন শিক্ষার্থী সংসদের দাবি, এসব অনিয়মের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষতার বদলে পক্ষপাতমূলক আচরণ করছে।

Read Entire Article