টোকিওর সিনাগাওয়া এলাকায় প্রিন্স হোটেল যেন অ্যাথলেটদের হাট। খুব নামকরা একটি হোটেল। ২৯ তলা ভবন। ১০টা রাস্তা দিয়ে প্রবেশ করে বেরিয়ে আসার ব্যবস্থা। কিন্তু কোনো গেটই ফাঁকা নেই। ভিড় লেগেই আছে। ভিড়ের মধ্যে চোখ আটকে গেল। সাদা টিশার্ট গায়ে ভারী শরীরের জ্যামাইকান দুই জন নারী ঢুকছেন হোটেল। তাদের গায়ে টিশার্টে ছাপা শ্যালির আন্টি। দুই জনের গায়ে লেখা দেখে অবাক লাগল। লিখে এনেছেন তারা শ্যালির আত্মীয় হন। এটা... বিস্তারিত