লোকালয়ে মুরগি খেতে এসে ধরা অজগর, পরে বনে অবমুক্ত

3 months ago 8

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। পরে উদ্ধার হওয়া সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

লোকালয়ে মুরগি খেতে এসে ধরা অজগর, পরে বনে অবমুক্ত

তিনি জানান, ভোর ৬টার দিকে ঢাংমারী ফরেস্ট স্টেশন সংলগ্ন ঢাংমারী গ্রামের তরু মন্ডলের বাড়ির মুরগির খোপে ঢুকে মুরগি খাচ্ছিল বিশালাকৃতির একটি অজগর। পরে বাড়ির লোকজন বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করেন বনপ্রহরীরা। পরে সকাল ১০টার দিকে সাপটি বনে অবমুক্ত করা হয়।

সাপটির দৈর্ঘ্য ১০ ফুট। ওজন ৮-৯ কেজি বলে জানান বনবিভাগের কর্মকর্তা সুরজিৎ চৌধুরী।

আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম

Read Entire Article