লৌহজংয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

1 day ago 11

মুন্সীগঞ্জের লৌহজংয়ে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেকে কাটা, আলোচনা সভার আয়োজন করা হয়। 

বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি ও কালবেলার লৌহজং প্রতিনিধি মো. মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বিক্রমপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অলক কুমার মিত্র, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সমকালের লৌহজং প্রতিনিধি মিজানুর রহমান ঝিলু ও লৌহজং প্রেস ক্লাবের বর্তমান সভাপতি মো. শওকত হোসেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার লৌহজং প্রতিনিধি ও লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের লিমন, মুন্সীগঞ্জের কাগজের লৌহজং প্রতিনিধি মো. সোহেল রানা, সভ্যতার আলোর লৌহজং প্রতিনিধি মো. শহিদ সুরুজ ও মুন্সীগঞ্জের সময়ের লৌহজং প্রতিনিধি তাজুল ইসলাম। 

এ ছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ফৌজি হাসান খান রিকু, স্বপন বেপারীসহ স্থানীয় বিশিষ্টজনরা।

Read Entire Article