ল্যাপটপ বিস্ফোরণ ঠেকাতে যা করণীয়

4 months ago 24

আজকাল অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে এই ল্যাপটপ। পড়াশোনার জন্য হোক বা অফিসের কাজের সূত্রে অনেককেই ল্যাপটপ সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বের হতে হয়। তবে গরমে অন্যান্য ডিভাইসের মতো ল্যাপটপ ভালো রাখাও কঠিন হয়ে পরে।

যে কোনো সময় ঘটছে বিস্ফোরণের মতো ঘটনা। এই পরিস্থিতি থেকে বাঁচতে ল্যাপটপ ঠান্ডা রাখা জরুরি। জেনে নিন কীভাবে ল্যাপটপ ঠান্ডা রাখা যায়-

১. ল্যাপটপের কুলিং ফ্যান খুবই জরুরি একটি জিনিস। পুরোনো ল্যাপটপে অতিরিক্ত গরম হওয়ার সমস্যা বেশি দেখা যায়। ল্যাপটপ পুরোনো হলে তার ফ্যান মেরামত করতে হবে। ল্যাপটপের কুলিং ফ্যান এটিকে অতিরিক্ত তাপ থেকে রক্ষা করে। ল্যাপটপের কুলিং ফ্যান যদি ঠিকমতো কাজ করে তাহলে ল্যাপটপের বাইরে থেকেই গরম বাতাসের প্রবাহ অনুভব করা যায়। যদি খুব কম বের হয় বা বাতাস বের না হয় তাহলে কুলিং ফ্যান মেরামত করতে হবে।

আরও পড়ুন

২. ল্যাপটপের নিচে পর্যাপ্ত বায়ু চলাচলের অভাবে অতিরিক্ত গরম হওয়ার সমস্যাও হতে পারে। কম্পিউটারটিকে উঁচু স্থানে রেখে এই সমস্যার সমাধান করা যায়। এছাড়াও আমরা বায়ুচলাচলের জন্য ল্যাপটপ কুলিং ম্যাটও কিনে নিতে পারেন।

৩. ল্যাপটপ কোলে রেখে ব্যবহার করা একেবারেই ঠিক নয়। এর জন্য একটি ল্যাপ ডেস্ক ব্যবহার করা উচিত। একটি ল্যাপ ডেস্ক ল্যাপটপকে ঠান্ডা রাখতে ধারাবাহিক বায়ুপ্রবাহ বজায় রাখতে সাহায্য করবে।

৪. ল্যাপটপ কখনই সরাসরি সূর্যের আলোতে বের করে কাজ করা উচিত নয়। সূর্যের আলোর কারণে ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার সমস্যা হতে পারে। এটি বিশেষ করে গ্রীষ্মকালে দেখা যায়। বাইরের তাপমাত্রা বেশি থাকলে, আমাদের ল্যাপটপটিকে ঠান্ডা জায়গায় রাখতে হবে।

আরও পড়ুন

কেএসকে/এমএস

Read Entire Article