লড়াইটা শুধু রোনালদো আর ইয়ামালের নয়

3 months ago 34

একজনের ক্যারিয়ার যত লম্বা, আরেকজনের বয়সও তত নয়। প্রথম জন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং অন্যজন লামিনে ইয়ামাল। ৪০ বছর বয়সী রোনালদো উয়েফা নেশন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে ১৭ বছর বয়সী লামিনে ইয়ামালের।

জার্মানির মিউনিখে, আলিয়াঞ্জ এরেনায় নেশন্স লিগের ফাইনালে ৯ জুন (বাংলাদেশ সময়) রাত ৯টায় মুখোমুখি হবেন রোনালদো এবং ইয়ামাল। বর্তমান বার্সা তারকা এই প্রথম খেলতে নামবেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। যিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১৩৭টি)।

ম্যাচটা কী তাহলে রোনালদো বনাম ইয়ামালে পরিণত হয়ে গেলো? পর্তুগিজ মিডফিল্ডার হোয়াও নেভেস এমনটা মানতে রাজি নন। তিনি জানিয়ে দিয়েছেন নেশন্স কাপের ফাইনালটি শুধুমাত্র রোনালদো এবং ইয়ামালের মধ্যকার ফাইনাল নয়।

১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল এরই মধ্যে অনেকগুলো সাফল্যও জয় করে নিয়েছেন। স্পেনকে ২০২৪ ইউরো জেতাতে দারুণ ভূমিকা রাখেন। এছাড়া বার্সার হয়ে লা লিগা ও কোপা ডেল রে জয় করেছেন তিনি। স্পেনের যে গতিময় তরুণ একটি দল রয়েছে, সেমিফাইনালে ফ্রান্সকে যেভাবে হারিয়েছে তারা, তাতে ইয়ামালের হাতে হয়তো আরও একটি শিরোপা উঠতে যাচ্ছে।

এক সংবাদ সম্মেলনে হোয়াও নেভেস বলেন, ‘আমি মনে করি না যে এটা রোনালদো এবং ইয়ামালের মধ্যকার লড়াই। আমি দেখি এটা হচ্ছে পর্তুগাল বনাম স্পেনের লড়াই। স্পেন দলে শুধুমাত্র ইয়ামাল নয়, তাদের দলে অনেকগুলো ভালো ভালো ফুটবলার রয়েছেন। আমরাও একইভাবে একই রকম। এটা শুধু রোনালদোর দল নয়, এটা পর্তুগাল একটি জাতীয় দল।’

মাত্র কয়েকদিন আগেই আলিয়াঞ্জ এরেনা থেকে পিএসজি যে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে গেছে, সেখানে ছিলেন চারজন পর্তুগিজ ফুটবলার। নেভেস তাদের মধ্যে একজন। তিনি মনে করেন, ৪০ বছর বয়সী রোনালদো তাদের জন্য একটি শক্তি। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে জয়সূচ গোলটি আসে রোনালদোর পা থেকে।

আইএইচএস/

Read Entire Article