শওকতের নিয়োগ বাতিল, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান

2 hours ago 2

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে মো. শওকত হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. রইছ উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে মো. শওকত হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে ‘প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন, ১৯৮০’ এর ধারা-৫ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি মো. রইছ উদ্দিনকে দুই বছরের জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। তিনি ‌হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরএমএম/এসআইটি

Read Entire Article