কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বড়শিতে ধরা পড়েছে সাত কেজি ওজনের চিতল মাছ।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে মাছটি বড়শি দিয়ে শিকার করেন ওই এলাকার তোফাজ্জল পোদ্দার (৬৩)। বড়শিতে বিরাট মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
তোফাজ্জল পোদ্দার জানান, ছোটবেলা থেকেই বড়শি দিয়ে মাছ ধরার শখ। তাই সুযোগ পেলেই বড়শি নিয়ে বেরিয়ে পড়ি। শখের বসে সাহেববাজার এলাকায় ধরলা নদীতে দুটি ছিপ ফেলি। দীর্ঘক্ষণ বসে থেকেও কোনো মাছ পাইনি। পরে বিকেলে নিরাশ হয়ে বাড়ি ফেরার সময়ের আগে মাছটি টোপ গিলে সুতায় টান দেয়। এ সময় বড়শিতে আটকে যায় সাত কেজি ওজনের চিতল মাছ।
প্রত্যক্ষদর্শী মাহফুজার রহমান, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন বলেন, বড়শিতে মাছটি আটকানোর পর নদীর পাড়ে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়। মাছ যখন সুতা টান দেয় শিকারি তখন সুতা ছেড়ে দেন। আবার মাছ যখন একটু নিস্তেজ হয় তখন শিকারি সুতা টেনে মাছটিকে কাছে এনে ধরার চেষ্টা করেন। এভাবে অনেকক্ষণ পর শিকারি মাছটি ধরতে সক্ষম হন।
পরে স্থানীয়রা মাছটি ৯ হাজার টাকায় কিনে নেন বলে জানা গেছে।
রোকনুজ্জামান মানু/এএইচ/জিকেএস

4 months ago
39









English (US) ·