শত কোটি টাকা আত্মসাৎ: অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মাসুদ গ্রেফতার

অগ্রণী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংক থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলার এজাহারভুক্ত আসামি তিনি। বুধবার (১৯ নভেম্বর) ভোরে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইসলামী ব্যাংকেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে গত ৯ অক্টোবর অনুসন্ধান শুরু করে দুদক। আরও পড়ুনরাজনৈতিক ও আধিপত্য বিস্তার নিয়ে পল্লবীতে কিবরিয়া হত্যাবেলা বাড়ে, রোগী বাড়ে, ভোগান্তিও বাড়ে পঙ্গু হাসপাতালে এছাড়া অগ্রণী ব্যাংক থেকে প্রায় ১৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৮ সেপ্টেম্বর ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের আছাদগঞ্জ শাখা থেকে বিতরণ করা টিআর (ট্রাস্ট রিসিপ্ট) ঋণের ৫১ কোটি টাকা অসাধু উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করা হয়। বর্তমানে সুদে-আসলে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৯ কোটি ৮০ লাখ টাকা।

শত কোটি টাকা আত্মসাৎ: অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মাসুদ গ্রেফতার

অগ্রণী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংক থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

বুধবার (১৯ নভেম্বর) ভোরে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইসলামী ব্যাংকেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে গত ৯ অক্টোবর অনুসন্ধান শুরু করে দুদক।

আরও পড়ুন
রাজনৈতিক ও আধিপত্য বিস্তার নিয়ে পল্লবীতে কিবরিয়া হত্যা
বেলা বাড়ে, রোগী বাড়ে, ভোগান্তিও বাড়ে পঙ্গু হাসপাতালে

এছাড়া অগ্রণী ব্যাংক থেকে প্রায় ১৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৮ সেপ্টেম্বর ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের আছাদগঞ্জ শাখা থেকে বিতরণ করা টিআর (ট্রাস্ট রিসিপ্ট) ঋণের ৫১ কোটি টাকা অসাধু উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করা হয়। বর্তমানে সুদে-আসলে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৯ কোটি ৮০ লাখ টাকা।

গ্রেফতার ওবায়েদ উল্লাহ আল মাসুদ অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল-২ এর সাবেক মহাব্যবস্থাপক ছিলেন। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে দুদক।

সংস্থাটি আরও জানায়, তদন্ত ও বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাকে মামলার বিচারাধীন এলাকা চট্টগ্রামের মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

এসএম/কেএসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow