শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক

2 weeks ago 18

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, দীর্ঘ ১৭ বছরের পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেভাবে দেশের প্রত্যেকটি সেক্টরে দলীয় ও রাজনীতিকরণ করেছে; আমাদের দেশের ক্রীড়াঙ্গনের থেকে মুক্ত ছিল না; শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে চলে গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে গুলশানের লেকশোর হোটেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন- তখন কিন্তু দেশের ক্রীড়াঙ্গনে কোনো দলীয় ও রাজনীতিকরণ ছিল না। তখন মাঠের যারা ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় ছিল; তাদের নিয়ে ক্রীড়াঙ্গন গড়ে তুলার কারনেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশের সাফল্য আমরা দেখেছিলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন অয়ালি সাব্বির, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ক্রীড়া ও সাংস্কৃতিক সেলের প্রধান সমন্বয়ক আকতার হোসেন।

সভায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক (দপ্তর), শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান দেওয়ান, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, মহিউদ্দিন রাজা, মো. চান মিয়াসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা কমিটির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানাকে ৮টি গ্রুপে বিভক্ত করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলার পরে দুটি দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলাগুলো ঢাকার মাঠে দেখা যাবে। জিয়া আন্তঃথানা ফুটবলের এই টুর্নামেন্টটি প্রতি বছর অনুষ্ঠিত হবে।

Read Entire Article